প্রাণভিক্ষার আবেদন করেছেন সালাউদ্দিন-মুজাহিদ: আইনমন্ত্রী

21/11/2015 3:29 pmViews: 8
প্রাণভিক্ষার আবেদন করেছেন সালাউদ্দিন-মুজাহিদ: আইনমন্ত্রী
 
প্রাণভিক্ষার আবেদন করেছেন সালাউদ্দিন-মুজাহিদ: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদ প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।
রিভিউ খারিজের পর তাদের দণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে শনিবার বেলা আড়াইটায় আইনমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, তারা আবেদন করেছেন।
কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যায় আইন মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয় তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠায়।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এদিকে, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে বেলা সোয়া ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমার কাছে এই বিষয়ে এখনও কোনো মেসেজ নেই। তবে গণমাধ্যমে এই খবর দেখেছেন বলে জানান তিনি।

Leave a Reply