প্রস্তুত শিবির

24/10/2013 6:26 pmViews: 11

image_59294ঢাকা: সরকারের পতন ঘাটাতে ঘটাতে ছাত্রশিবির সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারের চূড়ান্ত পতন নিশ্চিত না করে তারা ঘরে ফিরবে না বলে জানিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার।

তিনি বলেন, আওয়ামী অপশাসনের অবসান দেখতে দেশের আপামর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সরকারের পতন ঘটাতে ছাত্রসমাজ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সুতরাং গ্রেপ্তার, নির্যাতন করে পার পাওয়া যাবে না। গ্রেপ্তার নির্যাতন আর গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করলে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিরোধ আন্দোলনে রূপ নেবে। আর সেই প্রতিরোধ আন্দোলন মোকাবেলা করার ক্ষমতা গণবিচ্ছিন্ন আওয়ামী সরকারের নেই।’

বৃহস্পতিবার এক প্রতিবাদ বার্তায় তিনি এ কথা বলেন। সেই সঙ্গে তিনি বুধবার সারাদেশে ইসলামী ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ করেন।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গত পাঁচবছর বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর বিশেষ করে জামায়াত-ছাত্রশিবির নেতাকর্মীদের উপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে তাতে পুলিশ বাহিনীর উপর জনগণের আস্থা হারিয়ে গেছে। জনগণ আশা করে, দেশের আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী অন্তত সরকারের অন্তিম সময়ে আওয়ামী লীগের অপকর্মের হাতিয়ার হবে না। জনগণের আশার বিপরীতে যদি গণগ্রেপ্তার চলতেই থাকে, তাহলে এ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককেই দাঁতভাঙা জবাব দেবে ছাত্রজনতা।’

আবদুল জব্বার বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী সরকার দেশ ও ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে গণবিচ্ছিন্ন হয়ে এখন গণগ্রেপ্তার করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। সৈরাচারী সরকার নিজেদের অবধারিত পতন দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই তা স্পষ্ট হয়ে গেছে। কিন্তু গণগ্রেপ্তার করে গণরোষ থেকে সরকারের শেষ রক্ষা হবে না।’

Leave a Reply