প্রস্তুতি শেষ পর্যায়ে, কাল থেকে বইমেলা

31/01/2014 11:35 amViews: 7
ঢাকা: ‘অমর একুশে গ্রন্থমেলা’র সবরকম প্রস্তুতি শেষ পর্যায়ে। শনিবার থেকে শুরু হচ্ছে প্রাণের এই মেলা। এবার মেলার পরিসর বেড়েছে। প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গণের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার তা সম্প্রসারণ করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমির সীমানার মধ্যে নতুন ভবন গড়ে উঠায় স্থান সংকুলান না হওয়ায় মেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ।

মেলার প্রথম দিন থেকে নতুন বই আনার চেষ্টা করছে প্রকাশনা সংস্থাগুলো। সাজ-সাজ রব বইমেলা ঘিরে।  এবার মেলায় অংশ নিচ্ছেন ২৭৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ২৩০টি সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থা, ২৬টি শিশু প্রকাশনা সংস্থা, ১৮টি সরকারি, দুইটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং একটি গণমাধ্যম। মেলার আগেই ঘোষণা করা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। উদ্বোধনী দিনে সেই পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের মেলায় প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে চার ইউনিটের স্টল। ১১টি প্রকাশনা সংস্থাকে চার ইউনিটের স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এগুলো হলো— ইউনিভার্সির্টি প্রেস লিমিটেড (ইউপিএল), আগামী প্রকাশনী, অনন্যা প্রকাশনী, অনুপম প্রকাশনী, সময় প্রকাশন, কাকলী প্রকাশনী, অন্যপ্রকাশ, মাওলা ব্রাদার্স, সাহিত্য প্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা ও পাঠক সমাবেশ। প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে ১ ইউনিটের স্টল বরাদ্দ পেয়েছে ৯৫টি, ২ ইউনিটের স্টল পেয়েছে ৮৩টি এবং ৩ ইউনিটের স্টল ৪১টি। এ সকল প্রতিষ্ঠানের প্রতিটিই মেলার নতুন ভেন্যু সোহরাওয়ার্দী উদ্যানে বসবে। এছাড়া ২৬টি শিশু প্রকাশনা সংস্থা, ১৮টি সরকারি প্রতিষ্ঠান, ২টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও একটি পত্রিকার স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে। একাডেমি প্রাঙ্গণের বর্ধমান হাউজের পাশের বহেড়া তলায় ৪৮টি ছোট কাগজকে লিটল ম্যাগ কর্নারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Reply