প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়
ঢাকা: প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নামা লঙ্কানরা ১৩৯ রানে গুটিয়ে গেলে ৩৩ রানে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টস জিতলেও ম্যাচ জিততে পারেনি শ্রীলঙ্কা। টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ট করতে পাঠান লঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল। সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার ডোয়াইন স্মিথ। ৪৫ বলে ৬০ রান করেন তিনি। এদিন অপর ওপেনার গেইল অবশ্য বেশিদূর এগুতে পারেননি। ১২ রান করেন গেইল। এছাড়া ডোয়াইন ব্র্যাভো ৩১ বলে করেন ৪৩ রান। অধিনায়ক ড্যারেন স্যামি ছিলেন সবচেয়ে মারমুখি। শেষদিকে তার ১৪ বলে অপ: ৩০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে জমা করে ১৭২ রান।
লঙ্কান বোলার রঙ্গনা হেরাথ দু’টি, অজন্তা মেন্ডিস, প্রসন্ন ও লাকমাল একটি করে উইকেট নেন।
১৭৩ রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১৩৯ রানে অলআউট হয়। ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন ও ডোয়াইন ব্র্যাভোর বিধ্বংসী বোলিংয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপে ধস নামে। সর্বোচ্চ ৪৩ রান করেন তিলকরত্নে দিলশান, এছাড়া সাঙ্গাকারা ২৪, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৮, কুলাসেকারা ১৪ এবং থিরিমান্নে করেন ১৪ রান।
সুনীল নারাইন একাই শিকার করেন চার উইকেট। ডোয়াইন ব্র্যাভো নেন তিন উইকেট।