প্রস্তুতিতে সর্বাত্মক গুরুত্ব বাফুফের
প্রস্তুতিতে সর্বাত্মক গুরুত্ব বাফুফের
ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব মিশনের যোদ্ধা খুঁজছেন প্রিমিয়ার লীগের ম্যাচ দেখে। ক্যাম্প শুরু করতে অপেক্ষা করতে হবে তাকে দিন বিশেক। তবে ৬ শিষ্য রাসেল মাহমুদ লিটন, মামুন খান, মাজহারুল ইসলাম হিমেল, জিয়াউর রহমান, তিতুমীর চৌধুরী টিটু ও ওসমান গনিকে নিয়ে মাঠে নেমে পড়েছেন জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। মৌলিক বিষয়ের মধ্যে শুটিং, মুভ, গ্রিপ নিয়ে দুটি কাজও করেছেন তিনি। এদিকে কোচদের নিয়ে গতকাল প্রথমবারের মতো বসলেন বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সভাতেই উত্তর কোরিয়া ও আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১৪ই মে উত্তর কোরিয়া ও ৪ঠা জুন আফগানিস্তানের সঙ্গে ঢাকায় ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে গোলরক্ষকদের যে সমস্যাগুলো দেখে গেছেন শোয়েচলার, তা কাটেনি। মৌলিক যে বিষয়গুলো রপ্ত করানোর চেষ্টা করেছিলেন, সেখানে উন্নতি হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে প্রথম দফা অনুশীলনে বাংলাদেশী গোলরক্ষকদের সঠিক শিক্ষার অভাবই দেখছেন ক্রিস্টিয়ান শোয়েচলার। পা-তোলা, জাম্প করা, পেনাল্টি বক্সের আশপাশে সেটপিস বা কর্নারের সময় করণীয় কি, বক্সে বা বক্সের বাইরে ওয়ান-টু-ওয়ান পজিশনে কি করতে হয় এসব বিষয় নিয়ে আপাতত কাজ করতে চান তিনি। গতকাল বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তাই জানালেন গোলরক্ষক কোচ। ক্রিস্টিয়ানের চোখে ভাল গোলরক্ষকের প্রধান শর্ত উচ্চতা। ডাচম্যান ক্রুইফের ভাষায়, ‘গোলরক্ষক ও স্টপারের উচ্চতা ৬ ফুটের কম হওয়া ঠিক নয়। এমন খেলোয়াড়দের মিডফিল্ডে খেলা উচিত।’ ক্রিস্টিয়ানের তালিকায় নাইম, সুজন ও বিকেএসপির দুই দীর্ঘকায় গোলরক্ষকও আছেন। তবে বাফুফের নির্দেশনা ছাড়া তাদের ডাকতে চান না ক্রিস্টিয়ান। জানান, ‘এখন একটা লক্ষ্য ধরে কাজ শুরু করেছি। আপাতত জাতীয় দলের গোলরক্ষকদের প্রতি গুরুত্ব দিচ্ছি। বিশ্বকাপ বাছাই পর্বের আগে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে দুই কোচের। এদিকে গতকাল কোচদের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিয়ে আলোচনা শেষে বাফুফে সভাপতি বলেন, আপনারা সবাই জানেন, এবার বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই খেলবে। হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে আমরা খেলব আটটা খেলা। আমাদের গ্রুপটা আপনারা জানেন। আমাদের প্রথম দুইটা ম্যাচ সেন্ট্রাল এশিয়ার সঙ্গে ঢাকায় ১১ ও ১৬ই জুন। এই দুইটা খেলায় যেন আমরা ভাল করতে পারি, সেজন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করছি। এই দুটি ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এ দুটি ম্যাচে ভাল করতে পারি, তাহলে আমরা এশিয়া কাপের পরের (২০১৯) আসরে কোয়ালিফাই করতে পারবো। এটা আমাদের মূল টার্গেট। এ কারণে আমাদের কি কি করতে হবে তা নিয়ে বসেছিলাম। গোলকিপার কোচ এরই মধ্যে কাজ শুরু করেছেন। আমরা প্রথম দুই ম্যাচের আগে কোচদের ইচ্ছায় আফগানিস্তান ও উত্তর কোরিয়ার সঙ্গে দুটি ম্যাচ খেলবো। দুটিই ভাল টিম। আমরা পরিকল্পনা করছি ওয়ার্ল্ড কাপ ও এশিয়া কাপের বাছাইয়ের জন্য। তাই আমরা শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে চাই। দুটি ম্যাচই আমরা ঢাকায় খেলতে চাই, যেহেতু আমাদের বাছাইয়ের শুরু দুটি ম্যাচ ঢাকায়। তবে উত্তর কোরিয়ার ম্যাচটি বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, এখনই চূড়ান্ত কিছু না। এএফসির কংগ্রেসে ওরা আমাদের সঙ্গে একটি ম্যাচ খেলার প্রস্তাব করেছে। আমরা ওদের প্রস্তাবে রাজি। তবে দু-একদিনের মধ্যে লীগ কমিটির সভা করে বিষয়টি চূড়ান্ত করবো। ম্যাচ হলে অবশ্যই সেটি হবে ১৪ই মে। এদিকে দল গঠন ও প্রস্তুতি নিয়ে কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, অন্য সময়ের মতো লীগে আমি চমৎকার কিছু খেলোয়াড় (এবারও) দেখেছি। তবে দল চূড়ান্ত করতে হলে বাকি স্টাফদের সঙ্গে কথা বলা দরকার। তবে এদের মধ্যে গোলরক্ষক লিটনকে ক্লান্ত মনে হচ্ছে। মামুন, রায়হান ইনজুরিতে। জাতীয় দলের কোচ হিসেবে আমি সবসময় আশা করি, তারা ফিটনেস ধরে রাখবে, স্বাস্থ্যবান থাকবে। এটা সবসময় চিন্তার বিষয়।’ বিশ্বকাপ বাছাই পর্বের মধ্য দিয়েই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিও শুরু করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।