প্রস্তত ফাইনাল ‘ব্রাজুকা’

05/07/2014 8:17 pmViews: 8
সাউ পাউলো, ৫ জুলাই  : চলছে সেমিফাইনালে ওঠার জম-জমাট লড়াই। এর পরেই ফাইনালের মাহেন্দ্রক্ষণ। আর বিশ্বকাপের ফাইনাল রাঙিয়ে দিতে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানও অ্যাডিডাস নতুন ব্রাজুকা নিয়ে হাজির হয়েছে। উত্তাপ ছড়ানো ফাইনাল ম্যাচের জন্য অ্যাডিডাস তৈরি করেছে সোনালি-সবুজ রঙের নতুন ব্রাজুকা।

আগামী ১৩ জুলাই রিওতে এই ব্রাজুকায় মাতবে পুরো বিশ্ব। ফুটবলের শ্রেষ্ঠত্ব দেখাবে ফাইনালে অংশ নেওয়া দু’দল। গতকাল অ্যাডিডাস ফাইনাল ম্যাচের জন্য নতুন ব্রাজুকা প্রকাশ করেছে।

বিশ্বকাপের ট্রফির রঙের সঙ্গে মিলিয়ে নতুন ব্রাজুকা তৈরি করেছে অ্যাডিডাস। এর আগে গত বছরের ডিসেম্বরে অফিসিয়ালি বিশ্বকাপের বল ব্রাজুকা ঘোষণা করা হয়েছিল। বিশ্বকাপের আগে থেকেই ব্রাজুকা বলে অনুশীলন করে অংশ নেওয়া দলগুলো।

Leave a Reply