প্রশাসনের সহযোগিতা ছাড়া মানব পাচার হয় না

26/05/2015 6:22 pmViews: 8
প্রশাসনের সহযোগিতা ছাড়া মানব পাচার হয় না

নিউএজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেছেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া হাজার হাজার মানুষ পাচার হতে পারে না। কয়েক বছর ধরে দরিদ্র মানুষ পাচার হচ্ছে আর প্রশাসন জানে না, এটি কখনই বিশ্বাসযোগ্য নয়। বুধবার এনটিভির টকশোয় অংশ নিয়ে নূরুল কবীর এ কথা বলেন। জহিরুল আলমের সঞ্চালনায় এতে আরও অংশ নেন বিশিষ্ট সাংবাদিক সোহরাব হাসান। নূরুল কবীর বলেন, ‘মানব পাচার শুধু ভয়ঙ্কর নয়, আত্দঘাতী। যারা পাচার হচ্ছেন তারা হত্যার শিকার হচ্ছেন। এমন আত্দঘাতী পরিস্থিতি চলছে বছরের পর বছর ধরে আর রাষ্ট্র কিছু জানে না, এমনটি বিশ্বাসযোগ্য নয়। আমাদের দেশের সরকারগুলো ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে প্রচার করছে। দেশে উন্নয়নের জোয়ার বইছে। বিনিয়োগ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে এটা যে মিথ্যা প্রচারণা তা প্রমাণ হয় মানব পাচারের ঘটনায়। সত্যিকার অর্থে যদি উন্নয়ন হতো, কর্মসংস্থান তৈরি হতো তাহলে জীবনের এত ঝুঁকি নিয়ে কেউ সমুদ্র পাড়ি দিয়ে অন্য দেশে যেত না। সরকার দেশে নয়, বিদেশিদের কাছেও উন্নয়নের জোয়ার দেখাচ্ছে। কিন্তু পৃথিবীর সবাই কী জানছে। তারা জানতে পারছে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ পাচার হয়ে যাচ্ছে। কাজের খোঁজে তারা এখন শরণার্থী।’নূরুল কবীর বলেন, ‘বাংলাদেশে এ সমস্যা প্রচার হওয়ার আগে রোহিঙ্গারা পাচার হয়েছে। কয়েক বছর আগে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ওপর যে আচরণ করা হয়েছে এখন বাংলাদেশিদের ওপর করছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। যেসব দেশে গেছে তারা নৌকা ভিড়তে দেবে না।

Leave a Reply