প্রশংসিত কঙ্গনা

17/01/2014 9:20 pmViews: 6

canggona12সর্বশেষ ‘কৃষ-৩’ ছবিতে অভিনয় করে দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হন কঙ্গনা রানাউত। এ ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেন তিনি। অনেকটা হলিউড লুকেই এখানে তাকে উপস্থাপন করা হয়। এদিকে এ ছবির পর কঙ্গনার কদর আগের চেয়ে বেড়েছে বলিউডে। কারণ ছবিটি প্রায় আড়াইশ’ কোটি রুপি ব্যবসা করেছে। ‘কৃষ-৩’-এর পর কঙ্গনা নতুন বছরেও দর্শকদের সামনে হাজির হচ্ছেন বেশ বড় চমক নিয়ে। এরই মধ্যে তিনি কাজ শেষ করেছেন ‘কুইন’ নামক একটি ছবির, যার নামভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা। ছবিটি পরিচালনা করছেন বিকাস বেল। এখানে রানীর পোশাক থেকে শুরু করে ছোট মিনি স্কার্টেও দেখা যাবে তাকে। তবে ছবিটির বিষয়ে তেমন একটা জানাতে রাজি নন কঙ্গনা ও পরিচালক। নতুন বছরে প্রমোর মাধ্যমে দর্শকদের চমক দেয়ার জন্যই অপেক্ষা করছেন তারা। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো কোন ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। এ ছবিটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেও মনে করছেন তিনি। জানা গেছে ‘কুইন’ ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা চলছে। ছবিটি প্রসঙ্গে কঙ্গনা রানাউত বলেন, ‘কৃষ-৩’-এর মতো একটি বড় আয়োজনের ছবিতে কাজ করে আমি মুগ্ধ। তবে এর পর ‘কুইন’ ছবিটি আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূণ মনে করছি। কারণ ছবিটির কাহিনী গড়ে উঠেছে আমার চরিত্রটিকে কেন্দ্র করে। এ ধরনের চরিত্রে আমি প্রথমবারের মতো অভিনয় করেছি। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকদেরও ভাল লাগবে বলে আমার বিশ্বাস।

Leave a Reply