প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

26/10/2020 11:48 amViews: 22

প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে বাতিল করা হলো চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ। আজ বিকেলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে।বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। এদিকে প্রযোজক সমিতির এ সংক্রান্ত একটি নোটিশ জায়েদ খানকে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, আপনার চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশের জাবব নিয়ে সমিতির কার্যনির্বাহী পরিষদের গত ৩-১০-২০ তারিখের ১১তম সভায় বিস্তারিত আলোচনার পর আপনার অপরাধ আড়াল করার জন্য সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে উপস্থিত সকলেই একমত পোষণ করেন। আপনার অপরাধের ধরণ ও পরিসীমা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কার্যনির্বাহী পরিষদ পরের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সমিতির সংঘ বিধির ১৬(গ(৩) ধাপরা অনুসারে আপনার সদস্যপদ সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।

Leave a Reply