প্রমাণ করার কিছু নেই : নাসির
এখন নাসির হোসেনের যে অবস্থা, প্রতিটা মুহূর্তই তার নিজেকে প্রমাণ করে চলার মুহূর্ত।
খেলা সেটা কিছুটা হলেও করতে পারছেন। কিন্তু মুখে অন্তত বলছেন, তার নিজেকে প্রমাণ করার কিছু নেই। গতকাল ঢাকা ডিনামাইটসের হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজেকে নিয়ে কথা বলায় খুব একটা উৎসাহ দেখালেন না। তবে পরিষ্কার বলে দিলেন, তিনি আর ‘বাচ্চা নন’ যে, প্রমাণ করে দেখাতে হবে কিছু।
চট্টগ্রামের বিপক্ষেই আজ খেলা দিয়ে শুরু হবে ঢাকার এই পর্বের বিপিএল অভিযান। নাসির বলছেন, স্বাগতিক দলের সঙ্গে খেলা বলে বাড়তি কোনো কিছু মনে করছেন না। তাদের কাছে এটা আর দশটা ম্যাচের মতোই একটা ম্যাচ, ‘হোম টিমের সঙ্গে খেলা, বিষয়টাকে আমরা ওভাবে দেখছি না। চিটাগংয়ের সঙ্গে খেলা। এটা আরো একটা ম্যাচ। প্রিপারেশন ভালো। আর প্ল্যান জানলেও বলতে পারছি না।’
দলের দিক থেকে অবস্থা ভালো। নাসির নিজেও ভালোই করছেন। যদিও নিজের ব্যাটিং পজিশনটা প্রথম দুই ম্যাচে অন্তত খুঁজে পাননি। তারপরও রান যে করতে পারছেন, এতেই খুশি নাসির, ‘অবশ্যই ভালো লাগছে। রান যেখানেই করেন না কেন, ভালো লাগবেই। এগারো নম্বরে করলেও ভালো লাগে। গত দুই ম্যাচে আমি তিন নম্বরে ব্যাট করেছি। রানও পেয়েছি। এটাই আমার জন্য ঠিক আছে।’
এখন পর্যন্ত নাসির ব্যাট করেছেন ৪ ম্যাচের দুটিতে। সেখানে যথাক্রমে ৩৮ ও ৪৩। এটা নিজেকে প্রমাণ করার একটা অংশ কি না, এমন প্রশ্নের জবাবে একটু অসহিষ্ণু হয়েই উঠলেন, ‘প্রতিটা ম্যাচই আসলে গুরুত্বপূর্ণ। নিজেকে প্রমাণ করার কিছু নেই। আমি তো আর বাচ্চা নই যে নিজেকে প্রমাণ করতে হবে! আমার কাজ হচ্ছে একটাই—রান করে ম্যাচ জেতানো।’