‘প্রভা কখনও মা হতে পারবেন না’

05/07/2014 8:21 pmViews: 123

Screenshot_179ছোট পর্দার অনেক আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় নিয়ে বেশ ব্যস্ততম সময় কাটাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি দ্বিতীয় স্বামীর সংসারেও বেশ মনোযোগী।

তবে সেই মনোযোগী হওয়া মধুর সংসারে বর্তমানে আগুনের ছোঁয়া লেগেছে বলে জানা গেছে। সম্প্রতি তিনি জানতে পেরেছেন তার সংসার জীবনে কোলজুড়ে কখনও সন্তান আসবে না। কার জন্য এ অভিনয়, এত শ্রম। সবকিছু ভেবে আজ তিনি বড় ক্লান্ত।

তবে তিনি স্বামীর প্রতি অবিচার করতে চান না। নিজে সন্তান উপহার দিতে না পারেন, অন্য কেউ তো পারবেন। স্বামীকে তিনি দ্বিতীয় বিয়ে করাতে চান।

কিন্তু কিছুতেই তার স্বামী দ্বিতীয় বিয়ে করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ নিয়ে পারিবারিকভাবে খুব যন্ত্রণায় রয়েছেন প্রভা। প্রভার স্বামী হঠাৎ দেশের বাইরে গেছেন।

Leave a Reply