প্রভার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর

17/08/2015 6:01 pmViews: 31
প্রভার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর

মাত্র সাড়ে তিন বছরের মাথায় মডেল অভিনেত্রী প্রভার দ্বিতীয় সংসারেও ভাঙন ধরেছে। দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন বসবাস করছেন স্বামী মাহমুদ শান্ত ও প্রভা।

সংসারে টানাপোড়েনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রভা নিজেই।

প্রভা জানান, গত দুই বছর যাবত তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই দুজনে আলাদা বসবাস করছেন। প্রভা বিচ্ছেদের কারণ হিসেবে স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন।

এব্যাপারে প্রভা বলেন, দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। সংসাদের প্রতি উদাসীন একটা মানুষের সঙ্গে কিভাবে বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কাগজপত্র হয়নি।

প্রথম বিয়ে ভেঙে যাবার পর ২০১২ সালের ১২ জুলাই প্রভা শান্তর সাখে দ্বিতীয়বার বিয়ে বন্ধনে আবদ্ধ হন। অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে  হয়। বর শান্ত পেশাগত জীবনে বেসরকারী টেলিকম কোম্পানী গ্রামীনফোনে চাকরির পাশাপাশি জড়িত ছিলেন গানের সঙ্গে।বিয়ের পর প্রভাব স্বস্তির নি:শ্বাস ফেলে নিজেকে সুখী দাবি করেছিলেন। অপূর্বও প্রভাকে শুভেচ্ছা জানিয়ে বিয়ে করেন।সেই সুখের সংসারও টিকলনা প্রভার।

জানা গেছে, সম্প্রতি চাকরি ছেড়ে দিয়েছেন শান্ত। আবার গানে মনোযোগ দিয়েছেন। প্রভাও জীবনের নানা ঝড় সামলে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রভা আক্ষেপ করে বলেন, জীবনে আর সংসার করবো না।

Leave a Reply