প্রবৃদ্ধি ৭% অর্জন চ্যালেঞ্জিং হবে: বিশ্ব ব্যাংক
প্রবৃদ্ধি ৭% অর্জন চ্যালেঞ্জিং হবে: বিশ্ব ব্যাংক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ঘোষিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ‘চ্যালেঞ্জিং’ হবে বলে মনে করে বিশ্ব ব্যাংক। আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন সংস্থাটির লিড ইকোনোমিস্ট ড. জাহিদ হোসেন। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মতামত তুলে ধরে সংস্থাটি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সালমান জাইদি ও যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহবুব।
জাহিদ হোসেন বলেন, বিনিয়োগ পরিস্থিতির যদি উন্নতি করা যায়, অর্থাৎ এখনকার জিডিপির ২৯ শতাংশ বিনিয়োগ যদি আরও ২ থেকে ২.৫ শতাংশ বাড়ানো যায়, এবং বর্তমানের স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হবে না। তিনি বলেন, এবারের বাজেটে বিনিয়োগ বাড়াতে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা বলা হয়েছে, যার কয়েকটির কাজ এ বছরের মধ্যে শেষ হবে। বিদ্যুৎ উন্নয়ন বাড়াতেও নান পদক্ষেপের কথা বলা হয়েছে। সে কারণেই আমার মনে হয়, চ্যালেঞ্জ হলেও ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে না।
উল্লেখ্য, গত অর্থবছরের বাজেটে ৭.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হলেও শেষ পর্যন্ত তা ৬.৫১ শতাংশ হতে পারে বলে পরিসংখ্যান ব্যুরোর ধারণা। এদিকে শুক্রবার ওয়াশিংটন থেকে প্রকাশিত বিশ্ব ব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ এ বলা হয়, নতুন অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৩ শতাংশ ছাড়াবে না।
জাহিদ হোসেন জানান, গত কয়েক বছরে বাংলাদেশের যে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হচ্ছে, তা পৃথিবীর ২০টি দেশেরও নেই। সুতরাং ৬ শতাংশ প্রবৃদ্ধির যে ফাঁদ বলা হয়, তা নেগেটিভ অর্থে না দেখে পজেটিভ অর্থে মূল্যায়ন করা উচিৎ। এ ৬ শতাংশ ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জ। তবে সার্বিক বাজেটকে বৃহৎ আকারের গতানুগতিক বাজেট বলে অভিহিত করেছে বিশ্বব্যাংক।