প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই

26/10/2013 6:44 pmViews: 10

12359_1প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গিয়াস কামাল চৌধুরী ফেনী জেলার সদর উপজেলার শর্শদিতে ১৯৩৯ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ই্উনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী ঢাকা টাইমস পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি এক সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন।

দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়াস কামাল চৌধুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

Leave a Reply