প্রবাসীদের কল্যাণে বোর্ড গঠনের নীতিগত অনুমোদন
প্রবাসীদের কল্যাণে বোর্ড গঠনের নীতিগত অনুমোদন
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বোর্ড গঠনের ব্যাপারে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭’ -এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। আইনটির প্রস্তাব করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ বোর্ডে ১৬ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পরিষদ গঠনের কথা বলা হয়েছে। তিনি আরও বলেন, এই বোর্ড দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় অংশীদার প্রবাসীদের সুযোগ-সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করে তা নিরসন করবে।