প্রধান বিচারপতির বাসায় বোমা ফাটাতে গিয়ে কিশোর আহত

27/10/2013 4:52 pmViews: 18
1382867300রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন লক্ষ্য করে বোমা ফাটাতে গিয়ে বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানিয়েছে, নিজের বোমায় আহত মো. সুমন (১৬) নামে ওই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

রমনা থানার এসআই জহিরুল ইসলাম জানান, দুপুর সোয়া ২টার দিকে প্রধান বিচারপতির বাসভবন লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটাতে যায় সুমন। এসময় বোমার বিস্ফোরণে তার পেট, পিঠ ও হাতে গুরুতর জখম হয়।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply