প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে নাড়িয়ে দেবে : মাহবুবুর রহমান

তার এ বক্তব্যের মধ্য দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায়। সরকার বাতিল হয়ে যায়। প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে নাড়িয়ে দেবে। ভূ-কম্পনের সৃষ্টি হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জিয়া নাগরিক ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুু, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া প্রমুখ। মাহবুবুর রহমান বলেন, বিচার বিভাগের শীর্ষে বসে আছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। যখন তিনি ওই বক্তব্য দেন তখন আমরা যেটার ভিত্তিতে ২০১৪ সালের নির্বাচন করলাম, যে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে নির্বাচন হলো, সেটা তো অবৈধ। আমি তো মনে করি, সরকার যে সংসদের ওপর দাঁড়িয়ে আছে, সরকার সবই অবৈধ হয়ে গেছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে এসকে সিনহা বলেন, ‘কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধানপরিপন্থী।’
তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ বাংলাদেশের সংবিধান, আইনের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ গ্রহণ করেন। কোনো বিচারপতি অবসর গ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তার গৃহীত শপথও বহাল থাকে না।