প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে কাল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার চলবে
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে কাল থেকে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার চলবে
করোনাকালে এবার বসছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সপ্তাহে দুইদিন সোম ও বৃহস্পতিবার এই বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে আগামীকাল সোমবার (১৩ জুলাই) প্রথমবারের মত ভার্চুয়ালি বসছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ এই বেঞ্চ। এরফলে দীর্ঘ সাড়ে তিন মাস পর আপিল বিভাগে বিচার কাজ শুরু হচ্ছে।
ইতিমধ্যে আদালত বসার বিষয়টি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে অবহিত করা হয়েছে। পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে কার্যতালিকায় থাকা মামলার আইনজীবীদের। প্রকাশ করা হয়েছে দৈনন্দিন কার্যতালিকা।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, কালকের কার্যতালিকায় শুনানি ও নিষ্পত্তির জন্য ২০ টি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত মামলার শুনানি গ্রহণ করা হবে বলে এ সংক্রান্ত নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত গত দুই মাস ধরে ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টের ১১টি একক বেঞ্চে বিচার কাজ অনুষ্ঠিত হচ্ছে। আইনজীবীরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানিতে অংশ নিচ্ছেন।