প্রধান বিচারপতির অবস্থা জানতে আদালতের দ্বারস্থ হচ্ছে সুপ্রিমকোর্ট বার

06/10/2017 5:08 pmViews: 4
প্রধান বিচারপতির অবস্থা জানতে আদালতের দ্বারস্থ হচ্ছে সুপ্রিমকোর্ট বার
 
প্রধান বিচারপতির অবস্থা জানতে আদালতের দ্বারস্থ হচ্ছে সুপ্রিমকোর্ট বার

ফাইল ছবি
প্রধান বিচারপতি এসকে সিনহার সার্বিক অবস্থা জানতে আদালতের দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেয় সমিতির নেতৃবৃন্দ। ওই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মৌখিকভাবে আবেদন করবে বার নেতৃবৃন্দ। আবেদনে প্রধান বিচারপতির শারীরিক অবস্থা জানতে আইনশৃঙ্খলা বাহিনী যাতে বার নেতৃবৃন্দকে তার বাসভবনে প্রবেশ করতে দেয় সেই বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হবে। বুধবার বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সমিতির কনফারেন্স লাউঞ্জে বার সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মইনুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বার সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন প্রমুখ আইনজীবী অংশ নেন। তবে বৈঠকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি।
বৈঠক শেষে বার সভাপতি সাংবাদিকদের বলেন, বৈঠকে দু’টি প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, সমিতির সকল সদস্য মিলে বৃহস্পতিবার সকাল ৯টায় আপিল বিভাগের এক নম্বর আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে দিক-নির্দেশনা এবং সাহায্য কামনা করবো, কিভাবে বর্তমান প্রধান বিচারপতির অবস্থা জানতে পারি। আরেকটি হচ্ছে, সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা।
তিনি বলেন, আইনজীবী সমিতির দায়িত্ব হচ্ছে বিচার বিভাগকে সবসময় সমর্থন করা। বিচার বিভাগের সম্মান-মর্যাদা সবকিছু রক্ষা করার জন্য আইনজীবীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এ কারণে আমাদের বক্তব্য, কর্মকাণ্ড রাজনীতির ঊর্ধ্বে। যার যার রাজনীতি তার তার কাছে থাকবে। বার সভাপতি বলেন, সম্মানের সাথে সকল বিচারক দায়িত্ব পালন করুক। সে জন্য আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা আমরা অতীতেও করেছি আগামী দিনেও করতে চাই। এখনও করছি।

Leave a Reply