প্রধান বিচারপতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আওয়ামী লীগ নেতারা: মওদুদ
ফাইল ছবি
ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, প্রধান বিচারপতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা কলঙ্ক। এগুলো থেকে বিরত থাকুন। এর ফল দেশের জন্য ক্ষতিকর।
শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমদ প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীসহ আওয়ামী লীগের সাক্ষাত্ প্রসঙ্গে বলেন, জুডিশিয়ারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে একের পর এক আওয়ামী লীগের নেতাদের দেখা সাক্ষাত করা বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা সম্পূর্ণ অসাংবিধানিক। এমন ঘটনা জীবনেও শুনিনি যে সরকারে যারা থাকে তারা কোনো রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন। এটার কোনো দৃষ্টান্ত নেই। বিচার বিভাগকে প্রভাবিত করতে তারা চেষ্টা করছেন।