প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের কারণেই প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ দেয়া হয়।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই মন্ত্রীর বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন আইনগত কী ব্যবস্থা নিয়েছে এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ইসিকে কী প্রতিবেদন দিয়েছে তা সর্বসাধারণের অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে জানাতে বলা হয়েছে।
লিগ্যাল নোটিশে বলা হয়, ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দুই মন্ত্রীর পৌর নির্বাচন উপলক্ষে পথসভায় অংশ নেয়ার বিষয়ে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
নোটিশে বলা হয়, পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারী দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থার বিষয়টি সর্বসাধারণের অবগতির জন্য মিডিয়ার মাধ্যমে না জানালে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দাখিল করা হবে।