প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠকে ৪ সিদ্ধান্ত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বামদিকে। আর ডান দিকে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। – ছবি : সংগৃহীত
দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
রোববার (১৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এতে চারটি সিদ্ধান্ত নিয়ে একমত পোষণ করেন দু’জনই। এগুলো হলো,
১. চাহিদা ও জোগানের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। এজন্য মুদ্রানীতিকে সংকোচমূলক অবস্থায় ধরে রাখতে হবে। একইসাথে সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। তবে মূল্যস্ফীতির চাপ থেকে স্বস্তি পেতে সবাইকে আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে।
২. বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে ২.৫ শতাংশ করা হয়েছে।
৩. ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সংস্কারের বিষ্যটি চলে এসেছে। ব্যাংকিং খাতে টেকসই সংস্কার করতে একটি ব্যাংকিং কমিশন গঠন করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
৪. আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি এবং সংস্কারের বিষয়ে একটি রূপকল্প তৈরি করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার ১০০ দিনের মধ্যে প্রকাশ করা হবে।