প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে -পররাষ্ট্র উপদেষ্টা

19/10/2024 2:34 pmViews:

mzamin
whatsapp sharing button

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে সামপ্রতিক বিষয় নিয়ে আয়োজিত আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে থাকা তথ্য মতে শেখ হাসিনা দিল্লিতেই আছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। তবে কী প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে তা খোলাসা করেননি পররাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একমাস সময় দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে ফেরত আনতে যা যা করা প্রয়োজন চেষ্টা করবো আমরা। এখন পর্যন্ত বিষয়টি পুলিশের হাতে। নিশ্চয়ই পুলিশ তাকে ফেরাতে পারবে না। আমাদের কাছে বলবে। বলুক, তারপর আমরা ব্যবস্থা নিবো। এই মুহূর্তে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারত থাকছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়তো আপডেট পাবো। ডিটেইল আসলে হয়তো জানাতে পারবো।
শেখ হাসিনাকে কি প্রক্রিয়ায় আনা হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ তিনি দেশে নেই। তখন বিষয়টি আমাদের কাছে আসবে, এটুকুই আজকে বলতে পারি।

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ই নভেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ৫ই আগস্ট ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৬০টির বেশি হত্যা ও গুমের অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ৫৪টিতেই মূল আসামি শেখ হাসিনা।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপড়েন ছিল, সেটা কেটে গেছে। কূটনীতিকদের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র বিগত সরকারের সঙ্গে কাজ করার জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যুক্তিযুক্ত না। নিয়মনীতির বাইরে গিয়ে কোনো কূটনীতিক কাজ করে থাকলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

Leave a Reply