প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে বিশ্বনেতাদের সমর্থন চাইলেন

28/09/2013 5:47 pmViews: 9

PM-Hasina-UN1120ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরে এর সঙ্গে জড়িতদের যে বিচার চলছে সে বিষয়ে সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি।

ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা দেশে ব্যাপক গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ বাঙালি জীবন দিয়েছে। ২ লক্ষ নারী তাদের সম্ভ্রম হারিয়েছে। স্বাধীনতার পর থেকেই এই মানবতাবিরোধীদের বিচারের আওতায় আনার জন্য জাতি গভীর আশা-আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে”।

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তার সরকার ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় দুটি ট্রাইব্যুনাল গঠন করেছে। এবং এ বিচারকাজ পরিচালনায় সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজে সমর্থন দেয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসনের জন্য এই বিচার প্রয়োজন।’ এ বিচারের সফল সমাপ্তি জাতিকে গ্লানিমুক্ত করবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৫-পরবর্তী উন্নয়ন এজেন্ডা প্রণয়ন জাতিসংঘের প্রতিটি রাষ্ট্রের জন্য একটি কঠিন কাজ। একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও টেকসই বিশ্ব গড়তে আমাদের ঐক্যবদ্ধ ও সমন্বিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে এখন ‘অর্থনৈতিক উন্নয়নের মডেল’ এবং ‘দক্ষিণ এশিয়ার মান বাহক’ হিসেবে চিহ্নিত করা হয়।

২০২১ এর মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণের একটি বড় অংশ জুড়ে দেশের উন্নয়নে তার সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা ও পদক্ষেপ তুলে ধরেন।

Leave a Reply