প্রধানমন্ত্রী ফরিদপুর যাচ্ছেন ২৬ ডিসেম্বর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গা ও সদরদপুরে পৃথক দুইটি জনসভায় অংশ নিতে ফরিদপুরে যাচ্ছেন।
ফরিদপুর জেলা প্রশাসনের বিশ্বস্তসূত্রে জানা যায়, আগামী ২৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে পৃথক দুইটি জনসভা করবেন।
সূত্রটি জানায়, বেলা ১১টায় ভাঙ্গা বিশ্বরোড মোড়ে বালুর মাঠে এবং দুপুর ১২ টার দিকে সদরপুর স্টেডিয়ামে সভা দুইটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের সফরটি দশম জাতীয় নির্বাচনে প্রথম জনসভা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সোববার বিকালে আমরা সাংগঠনিক সভা শেষ করেছি। আশা করছি বিপুল সংখ্যাক দলীয় নেতাকর্মী ও সমর্থক সভা দুটিতে উপস্থিত থাকবেন।
এদিকে দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরে ব্যানার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হচ্ছে।