প্রধানমন্ত্রী আজ দিনাজপুর যাচ্ছেন ॥ ব্যাপক প্রস্তুতি

21/10/2013 7:04 pmViews: 9

PM---Election--Hasinaসাজেদুর রহমান শিলু, দিনাজপুর ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দিনাজপুরে আসছেন। আগমন উপলক্ষে তাঁর জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনাজপুর সেজেছে নতুন সাজে। ১০ লাখের বেশি জনসাধারণকে জনসভায় সমাবেত করতে রংপুর বিভাগের ৮টি জেলায় ব্যাপক প্রচার চলছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জানান, গোর-এ-শহীদ ময়দানে বিকেলের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তাঁর ভাষণে দেশের আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের আয়োজিত জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই অঞ্চলের ৮টি জেলার জনসাধারণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে জনসভায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আসা শুরু করেছে। জনগণ প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্য এবং তাঁকে স্বাগত জানাতে অধিক আগ্রহে অপেক্ষা করছেন। গত ৫ বছরে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের ১৩টি উপজেলার তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে।

Leave a Reply