প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

19/05/2015 5:58 pmViews: 4
প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

‘সংঘাত নয় শান্তি চাই’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের ‘দৃষ্টিভঙ্গি’কে স্বাগত জানালো বিএনপি।

মঙ্গলবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মূখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন একথা জানান।

তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি সবসময় সংঘাত পরিহার করে সমঝোতার মাধ্যমে দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করছে, এখনো করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, দেশের শান্তির জন্য যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূর হবে। বিরোধী দলকে দমন বা নিশ্চিহ্ন করার জন্য যে ষরযন্ত্র করা হচ্ছে তা থেকে সরকার সরে দাঁড়াবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখতে চান। আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের পরিবেশ সৃষ্টি করে আলোচনায় বসবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে আমরা সরকারের প্রতি ফের আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি বিএনপিসহ সব ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে দলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে আহ্বান করবো ধ্বংস নয় সৃষ্টি। সংঘাত নয়, শান্তি। অবনতি নয় উন্নতি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply