প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ইহসানুল করিম

15/06/2015 6:23 pmViews: 4

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব ইহসানুল করিম

 

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম। এক বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ একটি আদেশ জারি করা হয়েছে। ইহসানুল করিম এর আগে প্রেসিডেন্টের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫শে মে ওই পদে তার চুক্তির মেয়াদ শেষ হয়। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে গত বছরের ৩রা জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়। ইহসানুল করিম তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

Leave a Reply