প্রধানমন্ত্রীর চার উপদেষ্টা নিয়োগ
ছয় উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে চারজনকে আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।রোববার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
নতুন উপদেষ্টাদের মধ্যে রয়েছেন- রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী ও সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। দায়িত্ব পালনকালে উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে মহাজোট সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ৯ জন। তবে নির্বাচনকালীন সরকারে উপদেষ্টা ছিলেন ৬ জন।