প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট ডিপিডিসির ১০ জন বরখাস্ত

08/02/2014 7:32 amViews: 3

ঢাকা: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রাজধানীর লালবাগ কেল্লায় ‘লাইট অ্যান্ড সাউন্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তিন কর্মকর্তাসহ ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যখন লালবাগ কেল্লার ওই অনুষ্ঠানে যান, তখন তিনি অনুষ্ঠানস্থলে ঢোকার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এর সঙ্গে সঙ্গেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য লালবাগের তেত্রিশ কেবি সাব স্টেশনও বন্ধ হয়ে যায়।

কর্মকর্তারা জানান, সাধারণভাবে এ রকম হওয়ার কথা না। এর পেছনে চক্রান্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া অনুষ্ঠান স্থলে কোনো জেনারেটরও রাখা হয়নি। সাধারণত প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে জেনারেটরসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন হলেন, লালবাগ, স্বামীবাগ ও নারিন্দা বিভাগের তিন নির্বাহী প্রকৌশলী। বাকি সাতজন এ তি

Leave a Reply