প্রধানমন্ত্রীর অনুরোধে আশরাফের লন্ডন যাওয়া স্থগিত
প্রধানমন্ত্রীর অনুরোধে আশরাফের লন্ডন যাওয়া স্থগিত
১৫ জুলাই ২০১৫, বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে লন্ডন যাওয়া স্থগিত করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত রাতে গণভবনে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সেখান থেকে বের হওয়ার পথে তার কর্মকর্তাদের এ তথ্য জানান সৈয়দ আশরাফ। মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল ইসলাম সাংবাদিকদের বলেন, স্যার বলেছেন, প্রটোকলকে জানিয়ে দেন আমি বুধবার লন্ডন যাচ্ছি না।
এর আগে সৈয়দ তোফাজ্জল জানিয়েছিলেন, স্ত্রী ও কন্যার সঙ্গে ঈদ করতে বুধবার লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ। গণভবনের কয়েকজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে দলীয় সভানেত্রী সন্ধ্যায় তার সরকারি বাসভবনে ডেকে পাঠান। সন্ধ্যা সাড়ে ৭টায় আশরাফ গণভবনে যান। রাত পৌনে ১০টার দিকে সেখান থেকে বের হয়ে আসেন আশরাফ। সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দীর্ঘ দুই ঘণ্টার আলাপে শেখ হাসিনা লন্ডন না যেতে অনুরোধ করেন আশরাফকে। গত ৯ই জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে করা হয় দপ্তরবিহীন মন্ত্রী।