‘প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের শান্তি চাই’

10/11/2013 11:54 amViews: 14

image_60676_0সংবাদদাতা: “হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হয় এসব দেখে আমার খুব কষ্ট হয়। মানুষের কষ্ঠ আমি সহ্য করতে পারি না। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, মানুষের শান্তি চাই।”

রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা সুন্দরভাবে উন্নত দেশ গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়ন চাই। জনগণ চাইলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে না চাইলে না বানাবে।”

মানবতাবিরোধী অপরাধের বিচার সর্ম্পক বলেন, “বিএনপি-জামায়াত-হেফাজত এক হয়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচার বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ অপরাধের বিচার নিশ্চিত করা আমরা মনে করি মানবকল্যাণেই এটা করা উচিত। অথচ সেই বিচার যখন হচ্ছে তখন সেই অপরাধীদের রক্ষা করার নামে উল্টো আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে।”

শেখ হাসিনা বলেন, “আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করি। এরপর আমার অন্যান্য কাজকর্ম শুরু করি। তারপরও যারা বলে আমরা নাকি ইসলামের শত্রু, আমার বাপ-দাদারা ইসলামের নয়, তখন খুব কষ্ট পাই। আমি আমার বাপ-দাদার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবো। তাদের মধ্যে কেউ অন্য ধমের্র নয়।”

Leave a Reply