প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে নাগরিক কমিটি

16/05/2015 10:53 amViews: 6

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে নাগরিক কমিটি

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৯শে মে গণসংবর্ধনা দেবে নাগরিক কমিটি। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে অর্জনের জন্য তাকে এ সংবর্ধনা  দেয়া হবে। আগামী ২৯শে মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর আড়াইটায় এ সংবর্ধনার অয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গণসংবর্ধনার জন্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে চেয়ারম্যান করে ২০২ সদস্য বিশিষ্ট একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। নাসিম বলেন, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে দেশের জন্য শেখ হাসিনার অবদানের জন্য তাকে আমরা সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য একটি প্রস্তুতি কমিটি করা হয়েছে। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে প্রস্তুতি কমিটির সভাপতি ও মোহাম্মদ নাসিমকে সদস্য সচিব করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র, ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই কমিটির সদস্য হিসেবে রয়েছেন। নাসিম আরও জানান, ২০২ জনের নাগরিক কমিটিতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়াও অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ, বর্তমান গভর্নর  ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুণ, সেক্টর কমান্ডার ও মুক্তিযুদ্ধে কে ফোর্সের অধিনায়ক কেএম সফিউল্লাহসহ মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবীরা রয়েছেন।

Leave a Reply