প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল
প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে ১৪ দল
ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে কেন্দ্রীয় ১৪ দল। মঙ্গলবার এক সভা শেষে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ কথা জানান। তিনি বলেন, ৬২ বছর পরে ভারতের সঙ্গে স্থলসীমা নির্ধারিত হয়েছে। ভারতের পার্লামেন্টে সর্বসম্মভাবে এটা পাস করেছে। এজন্য ১৪ দল সন্তোষ প্রকাশ করছে এবং ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীসহ ভারতের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ধৈর্য-প্রজ্ঞা, সাহসিকতা ও কালজয়ী নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৪ দলের পক্ষ থেকে ঢাকায় বড় অনুষ্ঠান করে জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়াও ব্রিটেনে বাংলাদেশি বংশদ্ভূত টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, রুপা হক নির্বাচিত হয়ে বাঙালির গৌরব বাড়িয়েছেন। সুযোগ পেলে তাদেরও ১৪ দলের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে বলেও জানান নাসিম।
ছাত্র ইউনিয়নের কর্মীদের উপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আমরা ১৪ দল সকল হামলার নিন্দা জানাই। আমরা কোন হামলার পক্ষে নই। এই ঘটনাকে আমরা সমর্থন করি না। আমরা চাই একটা তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটি সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি দিক।
এর আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠক জাতীয় পার্টির (জেপি) সভাপতি এবং বন ও পরিবেশ আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক ডা. এনামুল হক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, বাসদের আহবায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।