প্রধানমন্ত্রীকে বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি’র সহ-দফতর সম্পাদক আব্দুল লফিফ জনি জানিয়েছেন, শনিবার পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল চেয়ারপারসনের পক্ষ থেকে ঈদ কার্ড পৌঁছে দেন।
বিএনপি’র প্রতিনিধি দলে বিএনপি নেতা আব্দুল লফিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ ছিলেন। ঈদ কার্ড তুলে দেয়া হয় আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকান্দার আলীর কাছে। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অহিদুজ্জামান ও সুশান্ত বাইন।
কার্ড পৌঁছে দেয়ার পর বিএনপি নেতা আসাদুল করিম শাহীন সাংবাদিকদের বলেন, আমরা কেবল কার্ড দিতে আসিনি। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বার্তা নিয়ে এসেছি। সেই বার্তা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়।।