প্রথম ম্যাচেই হারলো আবাহনী
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমুলক বিজয় দিবস টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে মুশফিকুর রহিমের ঢাকা আবাহনী। রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আবাহনীকে ইনিংসের শেষ বলে ৬ উইকেটে হারায় তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ।
সিলেট স্টেডিয়ামের জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অলরাউন্ডার মিথুন আলী ও তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে ইউসিবি-বিসিবি একাদশ। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল ৪৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।
তবে দলের পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৬৭ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন মিথুন আলী। এতে পাঁচটি বাউন্ডারি ও চারটি ছক্কা রয়েছে তার।তবে শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলেই জয় পেতে হয় তামিম বাহিনীকে।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডলার মাহমুদের মারাত্মক বোলিংয়ে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে মুশফিকের ঢাকা আবাহনী। ডলার মাহমুদ ১৮ রানে একাই চারটি উইকেট শিকার করেন। শুরুতেই ওপেনার সৌম্য সরকারকে মাত্র ১ রানে সাজঘরে ফেরান পেসার আল আমিন।
এরপর একে একে আফতাব আহমেদ সর্বোচ্চ ৩৩,মিজানুর রহমান ১৮,অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে (০) রানে সাজঘরে ফেরান পেসার ডলার মাহমুদ। এছাড়া শুভাষীশ রায় ৩১, জিয়াউর রহমান ২০ রান করেন। ফরহাদ রেজা ১৭ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ডলার মাহমুদ ১৮ রানে একাই চারটি উইকেট শিকার করেন। এছাড়া আল আমিন ও মুকতার আলী একটি করে উইকেট নেন।