প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২৮০
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের উদ্বোধনী দিনশেষে ৫ উইকেটে ২৮০ রান সংগ্রহ করেছে সফরকারী নিউজিল্যান্ড। দিন শেষে ক্রিজে রয়েছেন ব্রুস মার্টিন (০) ও বিজে ওয়াটলিং (০)। সফরকারীদের পক্ষে প্রথম দিন শতক হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উদ্বোধনী দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলীয় ৫৫ রানে ওপেনার হামিশ রাদারফোর্ডকে ৩২ রানে সাজঘরে ফিরিয়ে দেন স্পিনার সোহাগ গাজী। অপর ওপেনার পিটার ফুলটন ৭৩ রানে নাসির হোসেনের বলে মমিনুলের হাতে ক্যাচ আউট হন।
এরপর রস টেলর ২৮ রান করে আব্দুর রাজ্জাকের বলে সাজঘরে ফেরেন। কেন উইলিয়ামসন টেস্ট ক্যারিয়ারের নিজের চতুর্থ শতক হাঁকিয়ে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ১১০ বল মোকাবেলা করে ১১৪ রান করেন তিনি। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে (১৭) দিনের শেষভাগে ফিরিয়ে দিয়ে টাইগার শিবিরে স্বস্তি যোগান আব্দুর রাজ্জাক। তিনি ম্যাককালামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন।
১৪ সদস্যের মূল স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ, আল আমিন হোসেন ও নাঈম ইসলাম থাকলেও এদের বাইরে রেখে সাজানো হয়েছে প্রথম টেস্টের একাদশ। আর অভিষেক হয়েছে মার্শাল আইয়ুবের।
অপরদিকে কিউই দলে টেস্ট অভিষেক হয়েছে বাঁহাতি পেসার কোরে অ্যান্ডারসন ও বাঁহাতি স্পিনার ইশ সোধির।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৮০/৫ (ফুলটন ৭৩, রাদারফোর্ড ৩৪, উইলিয়ামসন ১১৪, টেইলর ২৮, ম্যাককালাম ২১, মার্টিন ০*; রাজ্জাক ২/১০০, নাসির ১/৫, সাকিব ১/৩৪, সোহাগ ১/৫৬)
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মমিনুল হক, মার্শাল আইয়ুব, রবিউল ইসলাম।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, রস টেলর, হামিশ রাদারফোর্ড, পিটার ফুলটন, বিজে ওয়াটলিং, কোরে অ্যান্ডারসন, ডগ ব্রেসওয়েল, ইশ সোধি, ব্রুস মার্টিন।