প্রথম টেস্টেই বৃষ্টির চোখ রাঙানি

08/10/2013 9:03 pmViews: 13

Ctg-Photo-04চট্টগ্রাম অফিস : লাকি গ্রাউন্ড চট্টগ্রাম থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাহারা কাপ টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। বিটিভি ও গাজী টিভি ম্যাচটি সম্প্রচার করবে। টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডকে হারাতে সক্ষম হয়নি বাংলাদেশ। দুদলের আগের নয়বারের সাক্ষাতে আটটিতেই জিতেছে নিউজিল্যান্ড। অপরটি ড্র। সবেধন নীলমণি সেই ড্রয়ে আবার বাংলাদেশের পারফরম্যান্সের চেয়ে বৃষ্টির ভূমিকাই ছিল বেশি! পরিসংখ্যানের এ বাস্তবতা মাথায় নিয়ে চট্টগ্রামে সাহারা কাপ সিরিজের প্রথম টেস্টে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। তবে এবারও বৃষ্টির হুমকি রয়েছে ম্যাচের সামনে। কারণ গত সোমবার রাতেও বৃষ্টি হয়েছে এবং গতকালও বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টিই ম্যাচের ফলাফল নির্ধারক হয় কি না বলা কঠিন।

আপাতত মাঠের লড়াইয়ের চেয়ে দুদলের কাছে বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে বৃষ্টি। কারণ এই বৃষ্টির কারণেই গত ৪-৬ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশ ও নিউজিল্যান্ডের মধ্যে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এদিকে গত ৩ অক্টোবর থেকে চট্টগ্রামে অবস্থান করছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। বৃষ্টির কারণে দল দুটি ঠিকমতো অনুশীলনও করতে পারেনি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামই ছিল ভরসা। সেখানে পালাক্রমে অনুশীলন করেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গতকালও ছিল একই অবস্থা। এ কারণে টেস্ট ম্যাচও হুমকির সম্মুখীন। আজ সারাদিন রোদের দেখা মিললে হয়তো দেরিতে হলেও মাঠে খেলা গড়াতে পারে। কেননা এমএ আজিজের চেয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা এখন বিশ্বমানের।

সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য মুখিয়ে রয়েছে মুশফিক বাহিনী। নিউজিল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ এবং বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে সফল বোলার ড্যানিয়েল ভেট্টরি এবার ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসেননি। সেদিক থেকে হয়তো কিছুটা নির্ভার রয়েছে বাংলাদেশ। আজ থেকে ৫ বছর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ভেট্টরির কাছেই হেরে গিয়েছিল বাংলাদেশ। ২০০৮ সালের অক্টোবর মাসেই ভেট্টরির ক্যারিয়ার সেরা ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করেছিলেন। সেবার টেস্টে বাংলাদেশ প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ভেট্টরির অনমনীয় দৃঢ়তায় বাংলাদেশকে বিমুখ হতে হয়েছে। চোটের কারণে ভেট্টরির মতো দলে নেই ব্যাটসম্যান মার্টিন গাপটিলও। নিউজিল্যান্ডের ১৫ সদস্যের টেস্ট দলে রয়েছেন দুই নবাগত ইশ সোধি ও কোরি এন্ডারসন। এরপরও নিউজিল্যান্ডকে পিছিয়ে রাখা যাবে না। তাদের স্পিন বোলিংয়ে দুর্বলতা থাকতে পারে। ভেট্টরির জায়গা পূরণ করার মতো কেউ নেই। তাদের মূল ভরসা পেস আক্রমণ।

সফরকারী দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। দলের সবাই বেশ উত্ফুল্ল। আজ বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হতে পারে মার্শাল আইয়ুবের। দেশের ৬৯তম টেস্ট ক্রিকেটার হতে পারেন এই ডানহাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন মার্শাল। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে দেখা যেতে পারে মার্শালকে। এ ছাড়া মমিনুল বা নাঈম ইসলামের মধ্যে একজন একাদশে থাকবেন। নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে চাইলে অফ স্পিনার সোহাগ গাজীকে বাদ দিয়ে অভিজ্ঞ আবদুর রাজ্জাককেও একাদশে রাখতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে প্রায় দুবছর পর টেস্ট দলে ফিরবেন রাজ্জাক

Leave a Reply