প্রথম কৃত্রিম হৃৎপিণ্ড বসাল ফ্রান্স

01/01/2014 7:48 amViews: 7

 

 

52b6fefba8cdb-heart বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিৎসকেরা। লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চালিত হৃৎপিণ্ডটির নকশা করেছে  ফ্র্যান্সের বায়ো-মেডিকেল সংস্থা ক্যারমেট।

 

রয়টার্স জানায়, গত বুধবার প্যারিসের জশ পপিদু হাসপাতালে ৭৫ বছর বয়সী এক ফরাসির হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়।

 

চিকিৎসকেরা জানিয়েছেন, রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং অপারেশনের পর ভালো বোধ করছেন। ক্যারমেটের প্রধান নির্বাহী মার্সেলো কনভিটি বলেন, ‘প্রথম সফল হৃৎপিন্ড প্রতিস্থাপন করে আমি আনন্দিত। তবে একটি হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর কোনো সিদ্ধান্তে পৌঁছা অত্যন্ত অপরিপক্বতা হবে।’

 

প্রতিস্থাপিত হৃৎপিণ্ডটির ওজন এক কিলোগ্রামের চেয়ে কিছু কম। এ ওজন সাধারণ যেকোনো হৃৎপিণ্ডের থেকে তিনগুণ বেশি।

Leave a Reply