প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি

27/02/2017 10:55 amViews: 8
প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি
 
প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরের পুরস্কার ঘোষণা পর্ব চলছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে চলছে পুরস্কার ঘোষণা। এখন পর্যন্ত তিনি প্রথম মুসলিম অভিনেতা যিনি অস্কার পুরস্কার হাতে নিলেন।
৮৯তম আসরের সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি। ‘মুনলাইট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়েছে।
সেরা পার্শ্ব অভিনেতার প্রতিযোগিতার দৌঁড়ে আরো যারা মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।
পুরস্কার পাওয়ার পর মাহেরশালা আলি বলেন, আমি সত্যিই গর্বিত এমন একটা সুযোগ পাওয়ার জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা, ধন্যবাদ পরিচালক বেরি জেনকিনসকে, ধন্যবাদ মুনলাইট লেখক ট্যারেল আলভিন ম্যাক-কেরেনি। সেইসঙ্গে তিনি তার পরিবারকেও ধন্যবাদ জানান।

Leave a Reply