প্রথমবারের মতো…

22/03/2014 7:43 amViews: 8

asa goptaক্যারিয়ারের শুরুতে মহেশ ভাটের বেশ কিছু ছবির মধ্য দিয়ে চমক দেখান এষা গুপ্তা। র‌্যাম্প মডেলিং থেকে বলিউডে পা রাখা এই অভিনেত্রী বিশেষ করে ‘রাজ-৩’ ছবির মধ্য দিয়ে সর্বমহলে প্রশংসিত হন। এরপর আরও দু-একটি ছবিতে তাকে দেখা গেছে। কিন্তু গত বছর কোন ছবিতে পাওয়া যায়নি এষাকে। নতুন কয়েকটি ছবির কাজ করলেও সেগুলো মুক্তি পায়নি। তবে চলতি বছর দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে এষার। এর মধ্যে একটিতে তিনি অভিনয় করেছেন ইমরান খানের বিপরীতে। ছবিটি পরিচালনা করছেন প্রিয়দর্শন। এই প্রথম মহেশ ভাটের প্রোডাকশনের বাইরে এষা অভিনীত কোন ছবি মুক্তি পেতে যাচ্ছে। নতুন খবর হলো, এই ছবিতে বিকিনিতে দেখা যাবে তাকে। এর আগের ছবিগুলোতে খোলামেলা হাজির হলেও বিকিনি পরেননি এষা। কিন্তু এবার বিচে কয়েকটি দৃশ্যে বিকিনি পরে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে তাকে। এছাড়াও পুরো ছবিতেই এষা খোলামেলাভাবে কাজ করবেন। ছবিতে ইমরানের প্রেমিকা চরিত্রে দর্শকদের সামনে আসবেন তিনি। কমেডি-রোমান্টিক নির্ভর এ ছবিটি চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি ছবির জন্য একটি আইটেম গানে কাজ করেছেন এষা। মূলত এই আইটেম গানটি করা হয়েছে ছবির প্রচারণার জন্য। এই গানেও খোলামেলা পোশাক পরে পারফর্ম করতে দেখা যাবে তাকে। এ বিষয়ে এষা গুপ্তা বলেন, এ ছবিতে কয়েকটি কাজ করছি প্রথমবারের মতো। যেমন- ইমরান খানের সঙ্গে অভিনয়, বিকিনিতে ক্যামেরাবন্দি, আইটেম গান। এই বিষয়গুলো আমার কাছে নতুন। তবে ভাল লেগেছে কাজ করতে। আর ছবিটির কাহিনী অনেক চমৎকার। আমার মনে হয় ইমরানের সঙ্গে আমার জুটি দর্শক বেশ ভালভাবেই গ্রহণ করবেন।

Leave a Reply