প্রত্যাশা পূরণে চেষ্টা করবো
প্রত্যাশা পূরণে চেষ্টা করবো
সদ্য নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, দায়িত্ব পালনকালে তিনি জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন। গতকাল মানবজমিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রমুখী। নতুন কমিশনের কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা চেষ্টা করবো জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে। সুষ্ঠু নির্বাচন করতে নতুন কমিশনের পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি যেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেই সংযুক্ত ছিলাম এক সময় মানুষ মনে করতো স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করেই নির্বাচন সুষ্ঠু করা যাবে। আবার এক সময় অমোচনীয় কালির ব্যবহার শুরু করা হলো যাতে একজন মানুষ একবারের বেশি দুইবার ভোট দিতে না পারে। আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য কখন কি প্রয়োজন হয় তা আগে থেকে বলা যায় না। আমাদের সময় আসুক তারপর প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশনার এক সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেবো।