প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রংপুরের মেয়র

29/06/2016 4:03 pmViews: 7
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রংপুরের মেয়র
 
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন রংপুরের মেয়র
রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এই মর্যাদা দেয়া হয়।
আদেশে বলা হয়, স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
২০১২ সালের ২১ ডিসেমম্বর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র হন ঝন্টু।
গত ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে মন্ত্রী এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী উপমন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার।
আগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মন্ত্রী এবং অন্য সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর মেয়রদের কোনো পদমর্যাদা নির্দিষ্ট করে দেয়নি।

Leave a Reply