প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরন বিতরণ
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ বরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিবন্ধী উপকরন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, মোঃ মুনসুর আহমেদ, হাবিবুর রহমান, শওকত হোসেন, সফিকুল ইসলাম প্রমুখ। শেষে উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিবন্ধী উপকরন হিসেবে চশমা ও ক্রেচ বিতরণ করা হয়