প্রতারণার অভিযোগে মনপুরায় রোজ কম্পিউটারের মালিক জন আটক

28/09/2013 3:58 pmViews: 15

মনপুরা, ২৮সেপ্টেম্বর প্রথম বাংলা: প্রতারণার অভিযোগে রোজ কম্পিউটার মালিক মোঃ শরিফকে তার ব্যাবহৃত ল্যাপটপ ও মডেমসহ আটক করা হয়েছে, শনিবার রাত ৭টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটমোঃ মাসউদ পারভেজ মজুমদার  আটক করে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
ঘটনা সূত্রে জানা যায়, চরফৈজুদ্দিন গোমাতলী রেজি: প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণকৃত তথ্যাদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ওয়েব সাইটে দেওয়ার জন্য ঐ স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মাষ্টার মনপুরা কম্পিউটার্স এ এসে তাহার স্কুলের যাবতীয় তথ্য প্রেরণ করেন। পরবর্তীতে কিছুক্ষন পরে তাহার তথ্য পর্যালোচনা করে দেখলে দেখা যায় যে, শিক্ষক তথ্যে প্রধান শিক্ষকের নাম পরিবর্তন করে মোঃ কামাল এর নাম দিয়ে কে বা কাহারা অন্য কোন কম্পিউটার থেকে পরিবর্তন করেছে। পরবর্তীতে মনপুরা সদরের হাজার হাট বাজারের সকল কম্পিউটার চেক করে দেখা যায় যে, রোজ কম্পিউটার এ উল্লেখিত মোঃ কামাল নামটি পাওয়া যায়। কিন্তু মোঃ কামাল নামে কোন প্রধান শিক্ষক মনপুরা জাতীয়করণকৃত বিদ্যালয়গুলোতে নেই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদারকে অবহিত করলে সে সরেজমিনে এসে সকল তথ্য যাচাই বাছাই করে সত্যতা পেলে তাৎক্ষনিক তার ল্যাপটপ ও মডেম জব্দ করে। পরে রোজ কম্পিউটার এর মালিক শরীফকে পুলিশ হেফাজতে পাঠান হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(অতিঃদায়িত্ব) মোঃ মাসউদ পারভেজ বলেন,আমি বিষয়টি শুনে রোজ কম্পিউটরে এসে ঘটনার সত্যতা যাচাই বাচাই করি। ঘটনা সত্যতা পরীক্ষা করার জন্য ল্যাপটপ ও মডেম জব্দ করে শরিফকে পুলিশ হেফাজতে দিয়েছি।আগামিকাল স্কুলের প্রধান শিক্ষকের  উপস্থিতিতে বিষয়টি সুরাহা করা হবে বলে তিনি জানান।

Leave a Reply