প্রচার রাহুলের হয়েই, মোদীকে সমর্থনে নারাজ সালমান

21/01/2014 8:27 pmViews: 7

কলকাতা: রাহুল গান্ধী যেদিন চাইবেন সেদিনই তিনি রাহুলের হয়ে প্রচারে অংশ নেবেন বলে স্পষ্ট জানালেন সালমান খান। সালমানের মতে, মোদী গুণী মানুষ। গুজরাটের অনেক উন্নয়ন ঘটিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি মোদীকে সমর্থন করবেন না। এমনকী তিনি যে এলাকার বাসিন্দা সেই বান্দ্রায় অভিনেতা সুনীল দত্তের মেয়ে প্রিয়া দত্ত যদি ফের কংগ্রেসের টিকিটে দাঁড়ান তাহলে প্রিয়ার হয়েও তিনি প্রচারে নামতে পারেন বলে জানালেন।

হেডলাইনস টুডে চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সল্লু মিঞা জানালেন, “গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যদি দাঙ্গায় মোদী মদত নাই’ই দিয়ে থাকেন বা মোদীর কোনো ভূমিকাই না থাকে তাহলে তার ক্ষমা চাওয়ারও কোনো দরকার নেই। আর যদি তিনি নিজে দাঙ্গায় মদত দিয়ে থাকেন এবং তার কোনো ভূমিকা থেকে থাকে তাহলে বিচারব্যবস্থা তাকে ক্লিনচিট দিল কেন?”

এদিন প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে সালমান জানালেন, দেশে বিদেশে আমার লক্ষ লক্ষ অনুরাগী আছেন। প্রধানমন্ত্রী হিসেবে কোনো ব্যক্তির প্রতি আমার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে। কিন্তু এজন্য আমি আমার ভক্তদের প্রভাবিত করব না। প্রত্যেক মানুষেরই নিজের বিবেচনা অনুযায়ী নেতা বেছে নেওয়ার সুযোগ ও অধিকার আছে।

সালমান এই কথা বলার কিছুক্ষণ পরেই আইবিএন সেভেন চ্যানেলে সাংবাদিক প্রভু চাওলার ‘তিখি বাত’ শীর্ষক অনুষ্ঠানে জানান, মোদী’জি এবং তার দল গুজরাটে ভীষণই জনপ্রিয়। সেখানে তার হয়ে আমার প্রচারে নামার কোনো দরকার নেই। উনি এমনিতেই জিতবেন। বরং রাহুল’জি আমাকে ডাকলে তার হয়ে আমি প্রচারে অংশ নিতে পারি। ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীকে আমি খুব পছন্দ করি। ওনার সঙ্গে বরাবরই আমার ভালো সম্পর্ক।

মোদী প্রসঙ্গে হেডলাইনস টুডে’তে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার সালমানের বক্তব্য, নিজের ছবির প্রচারে গুজরাটে গিয়েছিলাম। আমদাবাদে মোদীজির সঙ্গে ঘুড়ি ওড়ালাম। উনি একজন দুর্দান্ত ব্যক্তিত্ব। গুজরাটের উন্নয়ন ও বিকাশ নিয়ে উনি যা করে দেখিয়েছেন তা অতুলনীয়। উনি আমার দলের লোকজন ও মহিলাদের সঙ্গে খুব সম্মান দিয়ে কথা বলছিলেন। আমার বোনকে খুব সম্মান করে আতিথেয়তা দেখিয়েছেন। সিনেমা, খেলা, রাজনীতি সব বিষয়েই আমি ওনার সঙ্গে কথা বলে দেখেছি উনি ভীষণ আধুনিক ও কালচার্ড।

Leave a Reply