প্রকাশ্যে বলুন জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই: খালেদার প্রতি নাসিম

21/06/2016 10:42 amViews: 8
প্রকাশ্যে বলুন জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই: খালেদার প্রতি নাসিম
 
প্রকাশ্যে বলুন জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই: খালেদার প্রতি নাসিম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের সাথে আঁঁতাত করে আপনি আগুন সন্ত্রাস চালিয়ে অনেক নিরীহ মানুষ হত্যা করেছেন। দেশের স্বাধীনতায় আপনার বিশ্বাস আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে প্রকাশ্যে বলুন জামায়াতের সাথে কোনো সম্পর্ক নেই। অন্যথায় আপনাকে চিরদিন স্বাধীনতার বিরোধী হিসেবে চিহ্নিত হয়ে থাকতে হবে।’
সোমবার বিকালে রাজধানীর মুক্তি ভবনে গণতন্ত্রী পার্টি আয়োজিত ‘অব্যাহত গুপ্ত হত্যার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অতীতের আগুন সন্ত্রাসের মতো দেশে চলমান গুপ্তহত্যার সঙ্গে বিএনপি-জামায়াত জোট জড়িত। এজন্য জোট নেত্রী বেগম জিয়া দায় এড়াতে পারেন না। আসলে তার রাজনৈতিক চরিত্রের কোন পরিবর্তন হবে না। কারণ উনি পাকিস্তানের চেতনা লালন করেন।
তিনি বলেন, দেশের মানুষের মধ্যে অতঙ্ক সৃষ্টি, বিদেশীদের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন সর্বপরি বর্তমান নির্বাচিত সরকারের পতন ঘটানোর জন্য খালেদা জিয়ার মদদে সারা দেশে পরিকল্পিতভাবে গুপ্ত হত্যা চালানো হচ্ছে। আজ দেশের মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে, একাত্তরের ঘাতকদের রক্ষা করার জন্য খালেদা জিয়া পরিকল্পিতভাবে কাজ করছেন। তবে উনি বারবার পরাজিত হয়েছেন, এবারও হবেন। শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে গুপ্ত হত্যা বন্ধ করা হবে।

খুনিদের সাথে কোন ঐক্য নয় জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খুনি, বোমাবাজ, চক্রান্তকারিদের থেকে বড় শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। তাই গুপ্তহত্যা প্রতিরোধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপির আলোচনার আহ্বান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আলোচনা তো চলছে। সম্প্রতি বিএনএ’র সাথে ১৪ দল আলোচনা করেছে। তবে আলোচনা চাওয়ার আগে বিএনপিকে জামায়াতের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে হবে। তারপর আলোচনার ব্যাপারে ভেবে দেখা হবে।

Leave a Reply