প্রকাশকদের ওপর হামলায় যুক্তরাজ্যের নিন্দা
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং আরও তিন প্রকাশক ও ব্লগারের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য।
সোমবার যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়ার।
ব্লগার ও প্রকাশকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে হুগো সোয়ার বলেন, বাংলাদেশে মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, রাজধানীতে দুটি পৃথক ঘটনায় শনিবার প্রায় একই সময়ে চার ব্লগারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। অভিজিতের বইয়ের আরেক প্রকাশক ‘শুদ্ধস্বর’র স্বত্বাধিকারী আহমেদুর রশিদ টুটুলসহ তিন ব্লগারকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগের জনাকীর্ণ আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে গুরুতর আহত করে।
ঘাতকরা তাকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে বাইরে থেকে অফিসটি বন্ধ করে পালিয়ে যায়। পরে কর্মচারী, মার্কেটের লোকজন ও তার বাবা দীপনকে আশংকাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে বিকাল পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা ৮/১৩ লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক ও ব্লগার আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে। পরে দুর্বৃত্তরা বাইরে থেকে অফিসটি তালাবদ্ধ করে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহমেদুর রশিদ টুটুলের সহকর্মীরা বলেছেন, এর আগেও কয়েক দফায় দুর্বৃত্তরা হত্যার হুমকি দেয় টুটুলকে। এ কারণে তিনি মোহাম্মদপুর থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরিও করেন। বিশেষ করে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর সাধারণ ডায়েরি করলে কিছুদিন তার নিরাপত্তায় পুলিশি প্রহরার ব্যবস্থাও করা হয়। তবে কয়েক দিন পর ওই পুলিশি নিরাপত্তা প্রত্যাহারও করে নেয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই ভবনের কেয়ারটেকার মো. ফারুক হাসানকে আটক করেছে। শনিবার পৃথক যে দুটি প্রকাশনী সংস্থার অফিসে হামলার ঘটনা ঘটেছে ওই দুটি প্রতিষ্ঠানই মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের বই প্রকাশ করত।