প্যারিস হামলার মুল পরিকল্পনাকারী আবাউদ নিহত
বৃহস্পতিবার প্যারিস প্রসিকউটরের অফিস এক বিবৃতিতে জানায়, প্যারিসের উপকণ্ঠে অবস্থিত সেন্ট ডেনিসে ভোর রাতে পরিচালিত ওই অভিযানেই নিহত হন হামলার মুল পরিকল্পনাকারী।
বেলজিয়ামের নাগরিক ২৮ বছর বয়সী আবদেল হামিদকে তার হাতের ছাপ থেকে সনাক্ত করা হয়।
এর আগে গত শুক্রবার ১৩ নভেম্বর প্যারিসের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ১২৯ জন হত্যা করে সন্ত্রাসীরা। পরে এই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।
হামলার পরিকল্পনাকারীরা সেন্ট ডেনিসের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে এমন সন্দেহের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। যে অভিযানে নিহত হন দুজন ও আটক হন আরও ৮ জন। তবে নিহতের মধ্যে আবদেল হামিদ ছিলো কি-না তা নিয়ে সন্দেহ ছিলো।