প্যারাসিটামলে ৭৬ শিশুর মৃত্যুতে ৬ জনের কারাদণ্ড

17/08/2015 4:59 pmViews: 5
প্যারাসিটামলে ৭৬ শিশুর মৃত্যুতে ৬ জনের কারাদণ্ড

ভেজাল প্যারাসিটামল সেবনে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ওষুধ প্রস্তুতকারি কোম্পানি বিসিআই ফার্মাসিউটিক্যালসের পরিচালক, ব্যবস্থাপকসহ ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- বিসিআই বাংলাদেশ কোম্পানির পরিচালক শাজাহান সরকার, নির্বাহী পরিচালক এস এম বদরদ্দোজা, পরিচালক নূরুন্নাহার বেগম, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, পরিচালক শামসুল হক ও ব্যবস্থাপক (উৎপাদন) এমতাজুল হক।

সোমবার দুপুরে ঢাকার ড্রাগ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় শুধু শাহজাহান সরকার উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

মামলাটি প্রায়  ২৩ বছর আগে দায়ের করা হয়েছিল।

রাজধানীর জিগাতলার কারখানায় উৎপাদিত প্যারাসিটামল সিরাপে (ব্যাচ নং- ৯২১০০২) বিষাক্ত পদার্থ থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তৎকালীন ওষুধ প্রশাসন পরিদফতরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের চৌধুরী ড্রাগ আইনে আদালতে এ মামলাটি দায়ের করেন। ১৯৯২ সালের ১৮ নভেম্বর ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৬(সি)/১৭ ধারায় মামলাটি করা হয়।

১৯৯৪ সালের ২ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Leave a Reply